Categories
Report

সাধারণ ঐতিহ্যকে ছুঁয়ে অনুভব করার জন্য এক দিবসীয় সাংস্কৃতিক যাত্রা “ঢাই আখর প্রেম”-জাঁজগীর চাম্পা

हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | മലയാളം

স্বাধীনতার ৭৫বর্ষ পূর্তি উপলক্ষ্যে “সাঁঝি শাহাদাত -সাঁঝি বিরাসাত” এর  ঐতিহ্যপূর্ণ  প্রেমময় ভারতবর্ষকে অনুভব করার “ঢাই আখর প্রেম -সাংস্কৃতিক যাত্রা”  শৃঙ্খলার পরবর্তী  পদযাত্রা ৩রা  অক্টোবর চাম্পা জিলার জাঁজগীর এ আয়োজন করা হয়।

জাঁজগীর এর ভীম দীঘির পাড়ে প্রাচীন বিষ্ণু মন্দিরের সামনে  সমস্ত পদযাত্রী জড়ো হোন। শহরের বরিষ্ঠ সাহিত্যকার শ্রী রামেশ্বর গোপালের কবিতা পাঠ, শিক্ষ্যাবিদ-সাহিত্যকার শ্রী প্রসাদ যাদবের শুভকামনা ও প্রেম বার্তা ,বাঁশ গীত গায়ক শ্রী  বৃজ মোহন  গোপাল এর নাক -মুখ  দিয়ে বাজানো বাঁশ সঙ্গীত , এপসো দাভরার শুভ বার্তা এর সাথে এই সমস্ত বরিষ্ঠজনকে ” কবীর গামছা ” যা কবীরের সত্য -প্রেম -শ্রম এর প্রতীক তাই দিয়ে সম্মানিত করে জত্থা তাঁদের রচনার সুখ্যাতি করে৷

বিষ্ণু যাদব ভীম দিঘী ও বিষ্ণু মন্দিরের স্থাপত্য ও তার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তৃত তথ্য প্রদান করেন।ইপটা ছত্তিশ গঢ় প্রদেশের অধ্যক্ষ  মনিময় মুখার্জী ,প্রদেশ অধ্যক্ষ মণ্ডল সদস্য অরুন দাভড়কর,প্রগতিশীল লেখক সঙঘ  ছত্তিশ গঢ় প্রদেশের অধ্যক্ষ ও সাংবাদিক নাথমল শর্মা এই সাংস্কৃতিক যাত্রা উদ্দেশ্যের উপর আলোকপাত করেন।শিক্ষাবিদ রাজেশ কমল ভার্মার শুভ কামনা বার্তার সাথে  ঢাই আখর প্রেমের বার্তা ও গান করতে – করতে জত্থা কাছারি চৌক পৌঁছালো।

কাছারি চৌকে প্রদেশের জ্ঞানী-গুণী সাংবাদিক ও জন সংস্কৃতি মঞ্চের সাথী রাজকুমার সোনি,রাষ্ট্রীয় কার্যকারিনী সদস্য ভরত নিষাদ ও মনিময় মুখার্জীর সঙ্গে ইপটা -এসপোর শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করেন।ছত্তিসগঢ় সাহিত্য একাডেমির অধ্যক্ষ ঈশ্বর সিংহ “দোস্ত” ,শ্রীকান্ত ভার্মা পীঠ বিলাসপুরের অধ্যক্ষ শ্রী রাম কুমার তিওয়ারী ,প্রলেস বিলাসপুরের  শ্রী নরেশ আগ্রওয়াল এবং পৰ্য্যায়বিদ  সাহিত্যকার মুদিত শর্মা আম জনতার সাথে আক্রোশ ও ঘৃণা মানুষের পক্ষ্যে ক্ষতিকারক ও তাই সন্ত সেনানীদের দ্বারা প্রর্দশিত প্রেম ও ভ্রাতৃত্বের পথ অনুসরন করার কথা বলেন। নগরের সমাজসেবী শ্রী দেবেশ সিংহ স্বাধীনতা সংগ্রামীদের কর্ম জীবনের উপর লেখা অমূল্য পুস্তিকা “ধরোহর” জত্থায় সম্মিলিত সবাইকে উপহার দেন।অতিথিদের কবীর গামছা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়।

মৌন ধারন করে স্বাধীনতা সংগ্রামী ঠাকূর ছেদীলাল ব্যারিস্টারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়৷পামগঢ় এপসোর বিভীষণ পাএে,গায়ক – সজ্ঞীতকার রামনারায়ন যাদব আর শ্রমিকদের সাথী মহেশ সিংহ বনাফর এর সহভাগিতার বার্তা নিয়ে জত্থা চাম্পার দিকে প্রস্থান করলো।এস ডি এম অফিসের কাছে টিসিএল মহাবিদ্যালয় অধ্যক্ষ শ্রী প্রদীপ হংসরাজ,উজালা সূর্যবংশী,প্রিয়াকমলাকর,প্রবীন হংসরাজের নেতৃত্বে সক্রিয় এন এস এস ও এন ওয়াই পি সদস্যদের দ্বারা স্মৃতি চিন্হ উপহার দেয়া হয়।কলেক্টরেট মোড়ে শ্রী আলোক বেরিয়ার সঙ্গে ইপটার সাথীরা “গাওঁ ছোড়ব নাহী জঙ্গল ছোড়ব নাহী” গণ সঙ্গীত পরিবেশন করেন আর জত্থা আম জনতার সঙ্গে কথপোকথন করেন৷

View: Photo Gallery of Janjgir-Champa 

হসদোর সুরম্য তীরে কেরাঝারিয়া চাম্পা পৌঁছে মনিময় মুখার্জীর সঙ্গে লিটল ইপটা চাম্পা শান্তি ও আশার গান “তু জিন্দা হ্যায় তু জিন্দেগী কে জীৎ মে ইয়কিন কর” পরিবেশন করলেন৷সুভাষ চৌকে গান ও কথপোকথনের পর পদযাত্রা চাম্পা শহীদ স্মারক এর দিকে অগ্রসর হলো৷সেখানেও গণ সঙ্গীতের মাধ্যমে অমর শহীদ ও সেনানীদের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হলো।বরপালী চৌক চাম্পায় লিটল ইপটার সাথীরা কর্মা,রাউত ও সূয়া নৃত্য আর পারম্পরিক ছত্তিসগঢ়ী খেলা –ধুলোর সমবেত প্রদর্শন করলো ৷তারপর চাম্পার সুপ্রসিদ্ধ নর্তক,গীতকার,সঙ্গীতকার সুভাষ যাদব ও লাল প্রধান দেবার গীত প্রস্তুত করেন ৷শ্রীকৃষ্ণ সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রসিদ্ধ সঞ্চালক ও গায়ক শ্রী বেদারাম যাদব  শুভেচ্ছা বার্তা পাঠান ৷

কার্যস্থলে ইপটা প্রদেশ অধ্যক্ষ মনিময় মুখার্জী ও আলোক বেরিয়ার নেতৃত্বে ইপটার গণ সঙ্গীত পরিবেশন করেন ৷ শ্রী শ্যামবিহারী বনাফর প্রেম ও ভ্রাতৃত্রের বার্তা দিলেন ৷ জত্থায় সক্রিয় লিটল ইপটা চাম্পা, সব সক্রিয় কায্যকর্তাদের স্মৃতি চিন্হ ও প্রমাণপএ বিতরিত করে, চাম্পা শহরের স্বাধীনতা সেনানী স্বর্গীয় শান্তিলাল গোপাল এর সাথে বাকী সব স্বাধীনতা সেনানীদের শ্রদ্ধার্ঘ অর্পণ এবং কার্যক্রম সঞ্চালক জীবন লাল যাদবের কৃতজ্ঞতা জ্ঞাপনের পর একদিবসীয় জাঁজগীর-চাম্পার  সাংস্কৃতিক যাত্রার পরিসমাপ্তি হলো ৷

জত্থায় ভিলাই,রায়পুর,বিলাসপুর,রায়গঢ়,ডাভরা,পামগঢ়,চাম্পা,জাঁজগীর তথা অকলতরা থেকে ইপটা,এপসো প্রলেসর সাথী মনিময় মুখার্জী,অরুন দাভড়কর,ভরত নিষাদ,আলোক বেরিয়া,দীপক যাদব,যোগেশ চৌহান,শ্যাম দেবকর,মৃগেন্দ্র সিংহ,নথমল শর্মা,রফিক খান,নরেশ আগরওয়াল,ঈশ্বর সিংহ দোস্ত,রাম কুমার তিওয়ারী,মুদিত মিশ্রা,সন্তোষ আগরওয়াল,রাকেশ সিংহ,রাজেশ সোনী কৈলাশ প্যাটেল,শ্রীমতি মীনা যাদব, প্রবীন সিংহ রাজ,ভোলে শংকর মরাবী,এস এস প্যাটেল,সঙ্গীতা মহন্ত,ভারতী যাদব,বি এল কিরণ,ললিত সোনি,সামাজিক ন্যায় কায্যকর্তা শ্রী হরীশ গোপাল, শ্রী হরীশ সাহু, শ্রী মোতিলাল প্যাটেল,শ্রী চিন্তারাম রাঠৌর, সবাই সক্রিয় পদযাএী ছিলেন৷

  • জীবনলাল যাদব
    সংযোজক, ঢাই আখর প্রেম এক দিবসীয় পদযাত্রা, চাম্পা

Translated by Mitra Sen

View: Photo Gallery of Janjgir-Champa | Video

Spread the love
%d bloggers like this: